সৈয়দ ভাই:
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বীরহাটি এলাকায় অবস্থিত ৩২ বছর আগে নির্মিত একটি তোরণ আজ পরিণত হয়েছে এক ভয়াবহ ঝুঁকির কেন্দ্রে। ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের উদ্যোগে নির্মিত ‘তোরণ-১’ বর্তমানে চরমভাবে জরাজীর্ণ ও ধ্বংসপ্রায়।
স্থানীয়রা জানান, তোরণটির মূল কাঠামোতে একাধিক স্থানে ফাটল ধরেছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে এবং প্রতিনিয়ত এর অংশবিশেষ নেমে আসছে মাটিতে। এমন অবস্থা চলতে থাকলে যেকোনো সময় এটি ধসে পড়তে পারে, যা বড় ধরনের প্রাণহানির শঙ্কা তৈরি করেছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তোরণটি ভূঞাপুর শহরের একটি প্রধান প্রবেশপথে অবস্থিত। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই পথ ব্যবহার করে। ফলে তোরণের ঝুঁকিপূর্ণ অবস্থা সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, তোরণের সংযোগস্থলে বড় ধরনের ফাটল স্পষ্ট। নিচ দিয়ে চলাচলের সময় অনেক পথচারীকেই আতঙ্কিত হতে দেখা গেছে। কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “প্রতিদিন মৃত্যুকে মাথায় নিয়েই আমরা এই তোরণের নিচ দিয়ে চলাফেরা করি। এত বড় ঝুঁকি সবার চোখের সামনে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন থেকে গেছে।”
অন্যদিকে সচেতন নাগরিকদের দাবি, তোরণটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই প্রয়োজনে এটি ভেঙে ফেলার কথাও বলছেন, যাতে ভবিষ্যতে কোনো প্রাণহানি না ঘটে।
তারা পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, জননিরাপত্তার স্বার্থে যেন অতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। এক্ষেত্রে গড়িমসি যে কোনো সময় বড় ট্র্যাজেডিতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয়রা।

0 Comments